Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

 

১। বিদ্যালয়, মাদ্রাসা এবং কলেজ পরির্দশন, মনিটরিং ও পরামর্শ দান।

২। শিক্ষা ক্যালেন্ডার অনুযায়ী সাময়িক, ষাম্নাসিক এবং বার্ষিক পরীক্ষার রুটিন তৈরী, সরবরাহ এবং পরীক্ষা গ্রহণ নিশ্চিতকরণ।

৪। শ্রেণী কক্ষে ছাত্র/ছাত্রীদের উপস্থিতি বাড়ানো এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য পরামর্শ প্রদান।

৫। বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজ পর্যায়ে ছাত্রীদের উপবৃত্তি প্রদান (সরকার কর্তৃক নীতিমালা অনুযায়ী)।

৬। শ্রেণী কক্ষে পাঠ দান পদ্ধতি এবং গুণগত মান বৃদ্ধির লক্ষে  শিক্ষকদের বিষয় ভিত্তিক প্রশিক্ষণে সহায়তা দান।

৭। Vision 2021 এবং Digital Bangladesh বিনির্মাণের লক্ষে শিক্ষকদের কম্পিউটার প্রশিক্ষণ ও ইন্টারনেট সম্পর্কে  প্রশিক্ষণ, সচেতন করা ও পাবলিক পরীক্ষা নকল মুক্ত পরিবেশে সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সহায়তা দান।

৯। বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজ পর্যায়ে সৃজনশীল পদ্ধতি (CQ) বাস্তবায়নে সহায়তা করা।

১০। বিদ্যালয়ে CA, ও SPBM, CQ, সিপিডি প্রশিক্ষণ বাস্তবায়ন নিশ্চিত করণ।

১১। প্রতিষ্ঠানে  লেখা পড়া ও পাঠদান তদারকির পাশাপাশি সহপাঠ্যক্রমিক কার্যক্রম বাস্তবায়নে পরামর্শ প্রদান।

১২। প্রতিষ্ঠানে্র ম্যানেজিং কমিটি গঠনে নির্বাচন পরিচালনা করা।

১৩। শিক্ষা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম পরিচালনার পাশাপাশি উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী বিভিন্ন সরকারী কাজ যথা সময়ে সম্পন্ন করা।

১৪। উপজেলার অন্যান্য বিভাগের উন্নয়নমূলক কাজে সহায়তা দান ও অংশ গ্রহন।

১৫। সকল জাতীয় দিবস এবং জাতীয় ভিত্তিক অন্যান্য কার্যক্রমে সহায়তা দান।

১৬। কর্মচারীদের নৈমিত্তিক ছুটি, টাইম স্কেল,শ্রান্তি বিনোদনের কাগজপত্র উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবর প্রেরণ।

১৭। উর্দ্ধতন কর্তৃপক্ষের চাহিদা মোতাবেক প্রয়োজনীয় তথ্যবলী প্রেরণ।

১৯। শিক্ষা জরিপ (ব্যানবেইস জরিপ) যথা সময়ে সম্পন্ন করা।

২০। বিদ্যালয় ও মাদ্রাসায় শিক্ষক কর্মচারী নিয়োগে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ ও নিয়োগ সংক্রান্ত কাগজপত্র উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবর প্রেরণ ।     

২১। শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য, উপাত্ত, ফলাফল সংগ্রহ করা এবং উর্দ্ধতন কর্তৃপক্ষের বরাবর প্রেরণ করা। 

২২। এনসিটিবি থেকে ৬ষ্ঠ - ৯ম শ্রেণী (মাধ্যমিক) এবং ১ম - ৯ম শ্রেণী পর্যন্ত (মাদ্রাসা পর্যায়ে) বিনামূল্যে্র পাঠ্যপুস্তক গ্রহণ ,সংরক্ষণ এবং নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে      বিতরণ।

২৩। On Line এ জরিপ কাজ,  Form পূরণ ও রেজিষ্ট্রেশন কাজ সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ।

২৪। শিক্ষক কর্মচারীদের এমপিও সংক্রান্ত  কাগজপত্র উধ্বর্তন কর্তৃপক্ষের নিকট প্রেরণ ।
২৫। মাল্টিমিডিয়া ক্লাশরুম পরিদর্শন ও উধ্বর্তন কর্তৃপক্ষের নিকট তথ্য প্রেরণ ।
২৬। জাতীয় শিক্ষা সপ্তাহ ও মেধা অন্বেষন প্রতিযোগিতার আয়োজন করা ।
২৭। গ্রীস্মকালীন ও শীতকালীন খেলাধুলার আয়োজন করা ।
২৮। স্কাউট কার্যক্রমে সহায়তা প্রদান ।
২৯। বিজ্ঞান মেলা,উন্নয়ন মেলা ও ডিজিটাল মেলার আয়োজনে সহায়তা প্রদান ।

৩০।বিভিন্ন জাতীয় নির্বাচনের দায়িত্ব পালন।