Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

কুলিয়ারচর উপজেলার মাধ্যমিক পর্যায়ে শিক্ষা সংক্রান্ত তথ্যাবলী

    মোট মাধ্যমিক বিদ্যালয়       = ১৪ টি।
    নিম্ন মাধ্যমিক বিদ্যালয়        = ০২ টি।
    মাদরাসা                         = ০২ টি
       কলেজ                        = ০১ টি
      কারিগরি কলেজ             = ০৩ টি।


             ২০২০  সনের এসএসসি ,দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার ফলাফল এর তথ্য

পরীক্ষার নাম       পরীক্ষার সন    মোট পরীক্ষার্থী      উত্তীর্ণপরীক্ষার্থীর সংখ্যা              এ+প্রাপ্ত          পাশের হার
এস এস সি              ২০২০             ১৮২৫               ১৫১০                                 ৪০            ৮২.৭৩%
দাখিল                   ২০২০                ৬৪                  ৩৩                                  ০১            ৬৫.৬২%
এসএসসি ভোকেশনাল ২০২০               ২১৭                 ১১২                                  ০১            ৫১.৬১%

 

২০১৯ সনের  জে এস সি/জেডিসি পরীক্ষার ফলাফল এর তথ্য

পরীক্ষার নাম    পরীক্ষার সন    মোট পরীক্ষার্থী    উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা          এ+প্রাপ্ত        পাশের হার
জে এস সি            ২০১৯             ২৮৭৩             ২১৬২                          ২২              ৭৫.২৫%
জেডিসি               ২০১৯               ১৮২              ১৮২                           ০২             ৯৮.৩৭%

 

    মাধ্যমিক পর্যায়ে মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা                                   = ১৬,৬০০ জন।(ছাত্র =৭৪১০জন এবং ছাত্রী=৯১৯০ জন)
    কলেজের মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা                                            = ১৪৭৬ জন।(ছাত্র = ৬৮১ এবং ছাত্রী  = ৭৯৫ )।
    ০২ টি মাদরাসার মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা (১ম শ্রেণী হতে ডিগ্রী )        = ৯৩০ জন।
    কলেজের মোট শিক্ষক সংখ্যা                                                 = ৫১।
    মাধ্যমিক পর্যায়ে মোট শিক্ষক সংখ্যা                                        = ২৪১ (পুরুষ =১৬১ এবং মহিলা = ৮০ )
    মাদরাসার শিক্ষক সংখ্যা                                                     = ৪০ জন ( পূরুষ = ৩৪ এবং মহিলা = ০৬ )
    আইসিটি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক সংখ্যা (মাধ্যমিক)                           = ১০১ জন।
    আইসিটি প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক সংখ্যা (কলেজ)                             = ২৪।
    অন্যান্য প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক সংখ্যা                                         = ২৩৯ ( স্কুল = ২২৩ মাদরাসা = ১৬)
    ওয়েব সাইট খোলা হয়েছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা                        = ১৭ টি।
    আইসিটি সামগ্রী (মাল্টিমিডিয়া সামগ্রী) প্রাপ্ত প্রতিষ্ঠানের সংখ্যা         = ১২ টি।
    শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রাপ্ত প্রতিষ্ঠানের সংখ্যা                      = ০২ টি।
    অক্টোবর/২০১৬ মাসে মাল্টিমিডিয়া ক্লাশের শতকরা হার               = ৭৬.৯২%
    নভেম্বর/২০১৬ মাসে মাল্টিমিডিয়া ক্লাশের শতকরা হার                = ৮৪.৬২%
    ডিসেম্বর/২০১৬ মাসে মাল্টিমিডিয়া ক্লাশের শতকরা হার               = ৯২.৩১%

উপজেলা বই বিতরণের প্রতিবেদন

ক্রঃ নং    স্তর              ২০২০ সালের বইয়ের চাহিদা        প্রাপ্ত বই          বিতরণকৃত বই    মন্তব্য
১        মাধ্যমিক স্তর                        ২,৯২,২০০        ২৮২০৫০          ২৮২০৫০    
২        দাখিল স্তর                               ২০,৪০০          ১৭১০০            ১৭১০০    
৩       এবতেদায়ী স্তর                          ১৭,২০০           ১১২০০           ১১২০০    
৪        এসএসসি ভোকেশনাল                   ৬৫০০            ৬৪০০            ৬৪০০    
                                 সর্বমোট =                       ৩,১৬,৭৫০      ৩,১৬,৭৫০    

                                     

উপবৃত্তি বিতরণ সংক্রান্ত

    ২০১৬-১৭ অর্থ বছরে মাধ্যমিক পর্যায়ে উপবৃত্তিধারী শিক্ষার্থীর সংখ্যা  = ৫২৮৭ জন ( ০২ কিস্তিতে )।
        বিতরণকৃত টাকার পরিমাণ =৪৬,৯৯,৮০০/- (ডাচ বাংলা ব্যাংক )  (উপবৃত্তি-৪১,৬৩,৪৬০/-.এবং  
         টিউশন  ফি- ৫,৩৬,৩৪০/-) টাকা।
    ২০১৬-১৭ অর্থ বছরে উচ্চ মাধ্যমিক পর্যায়ে উপবৃত্তিপ্রাপ্ত  শিক্ষার্থীর সংখ্যা  = ৩১২ জন, বিতরণকৃত   উপবৃত্তির টাকার পরিমাণ = ৬,০৯,৮০০/- টাকা  এবং টিউশন ফি =      ১,৬৮,৬০০/- টাকা।
                                মোট উপবৃত্তি ও টিউশন ফি’র পরিমাণ =৭,৭৮,৪০০/- টাকা মাত্র।
    ২০১৬-১৭ অর্থ বছরে ¯œাতক (পাস) ও সমমান  পর্যায়ে উপবৃত্তিধারী  শিক্ষার্থীর সংখ্যা  = ১৫৫ জন।    টাকার পরিমাণ ( উপবৃত্তি + টিউশন ফি ) = ৯,৩৫,১৮০/-( বিতরণ প্রক্রিয়াধীন)।

           

শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ ও মেরামত খাতে উল্লেখযোগ্য গৃহীত উন্নয়ন কার্যক্রমের বিবরণ


খাত সমূহ    অর্থ বছর    বরাদ্দের উৎস্য ও দপ্তরের  নাম    বরাদ্দের পরিমাণ    প্রতিষ্ঠানের সংখ্যা    কাজের অগ্রগতি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ/মেরামত  

 ২০১৫-২০১৬ এবং
২০১৬-২০১৭    মডেল বিদ্যালয় স্থাপন প্রকল্প,শিক্ষা প্রকৌশল অধিদপ্তর,জেলা পরিষদ,দুর্যোগ ব্যবস্থাপনা,ত্রাণ ও পুণর্বাসন অধিদপ্তর    ৫,০৬,৯৫,৫১১/-    ০৬ টি    ১০০%

        এছাড়াও  সরকার শিক্ষাকে  যুগোপযোগী করার লক্ষ্যে নিম্নোক্ত পদক্ষেপ গ্রহন করেছেন 

    ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠানে ড্রামসেট বিতরণসমাপ্ত হয়েছে।
    মাধ্যমিক পর্যায়ে ছাত্রীদের উদ্বুদ্ধ করণের জন্য স্যানিটারী ন্যাপকিন বিতরণ করা হয়েছে।
    সৃজনশীর প্রশ্ন পদ্ধতিতে পরীক্ষা গ্রহন
    স্কুল পর্যায়ে ছাত্র-ছাত্রীদের লিঙ্গ সমতা অর্জন।
     নির্ধারিত সময়ের মধ্যে চঝঈ,ঔঝঈ,ঔউঈ,ঝঝঈ,
    শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক  স্বাস্থ্য রহিত করণে কার্যকর ব্যবস্থা গ্রহণ।
    নিয়মিতভাবে প্রতি প্রতিষ্ঠানে মাদক,জঙ্গীবাদ ও বাল্য বিবাহ বিরোধী সমাবেশ,র‌্যালী ও সেমিনার কার্যক্রম চলমান আছে।
    শীতকালীন ও  গ্রীষ্মকালীন খেলাধুলার আয়োজন করা হয়েছে।
    ইভটিজিং ও জঙ্গীবাদ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিকল্পে কার্যকর ব্যবস্থা গ্রহন।
    শিক্ষাক্ষেত্রে তথ্য ও প্রযুক্তি ব্যবহার ও আধুনিকায়ন।
    বিভিন্ন পরীক্ষার ফলাফল ওয়েব সাইটে প্রকাশ।
    শ্রেষ্ঠ ছাত্র-ছাত্রী, শ্রেষ্ঠ শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচনের লক্ষ্যে শিক্ষা সপ্তাহ পালনের নির্দেশনা এবং প্রতি বছর প্রতি উপজেলায় ০৩ টি প্রতিষ্ঠানকে ভাল ফলাফলের ভিত্তিতে ১,০০০০০/- ( এক লক্ষ) টাকা করে উদ্দীপনা পুরষ্কার প্রদানের ব্যবস্থা গ্রহন।
    ঙঘ খরহব এ রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করা।


উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের জনবল সংক্রান্ত তথ্যাদি :

ক্রমিক নং    গ্রেড/শেণি    পদের  নাম                                জনবলের সংখ্যা        কর্মরত/শূণ্য    মন্তব্য
১                ১ম শ্রেণি    উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার               ০১             কর্মরত    
২                ১ম শ্রেণি    উপজেলা একাডেমিক সুপারভাইজার              ০১             কর্মরত    
৩                ২য় শ্রেণি    সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার     ০১              শূণ্য    
৪                ৩য়  শ্রেণি    হিসাব রক্ষন                                         ০১              শূণ্য    
৫                ৩য় শ্রেণি    অফিস সহকারী/ডাটা এন্ট্রি অপারেটর            ০১            কর্মরত    
৬                ৪র্থ শ্রেণি    অফিস সহায়ক                                      ০১             কর্মরত    
৭                 ৪র্থ শ্রেণি    নৈশ প্রহরী/গার্ড                                     ০১             কর্মরত