কুলিয়ারচর উপজেলার মাধ্যমিক পর্যায়ে শিক্ষা সংক্রান্ত তথ্যাবলী
২০২০ সনের এসএসসি ,দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার ফলাফল এর তথ্য
পরীক্ষার নাম পরীক্ষার সন মোট পরীক্ষার্থী উত্তীর্ণপরীক্ষার্থীর সংখ্যা এ+প্রাপ্ত পাশের হার
এস এস সি ২০২০ ১৮২৫ ১৫১০ ৪০ ৮২.৭৩%
দাখিল ২০২০ ৬৪ ৩৩ ০১ ৬৫.৬২%
এসএসসি ভোকেশনাল ২০২০ ২১৭ ১১২ ০১ ৫১.৬১%
২০১৯ সনের জে এস সি/জেডিসি পরীক্ষার ফলাফল এর তথ্য
পরীক্ষার নাম পরীক্ষার সন মোট পরীক্ষার্থী উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা এ+প্রাপ্ত পাশের হার
জে এস সি ২০১৯ ২৮৭৩ ২১৬২ ২২ ৭৫.২৫%
জেডিসি ২০১৯ ১৮২ ১৮২ ০২ ৯৮.৩৭%
মাধ্যমিক পর্যায়ে মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা = ১৬,৬০০ জন।(ছাত্র =৭৪১০জন এবং ছাত্রী=৯১৯০ জন)
কলেজের মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা = ১৪৭৬ জন।(ছাত্র = ৬৮১ এবং ছাত্রী = ৭৯৫ )।
০২ টি মাদরাসার মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা (১ম শ্রেণী হতে ডিগ্রী ) = ৯৩০ জন।
কলেজের মোট শিক্ষক সংখ্যা = ৫১।
মাধ্যমিক পর্যায়ে মোট শিক্ষক সংখ্যা = ২৪১ (পুরুষ =১৬১ এবং মহিলা = ৮০ )
মাদরাসার শিক্ষক সংখ্যা = ৪০ জন ( পূরুষ = ৩৪ এবং মহিলা = ০৬ )
আইসিটি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক সংখ্যা (মাধ্যমিক) = ১০১ জন।
আইসিটি প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক সংখ্যা (কলেজ) = ২৪।
অন্যান্য প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক সংখ্যা = ২৩৯ ( স্কুল = ২২৩ মাদরাসা = ১৬)
ওয়েব সাইট খোলা হয়েছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা = ১৭ টি।
আইসিটি সামগ্রী (মাল্টিমিডিয়া সামগ্রী) প্রাপ্ত প্রতিষ্ঠানের সংখ্যা = ১২ টি।
শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রাপ্ত প্রতিষ্ঠানের সংখ্যা = ০২ টি।
অক্টোবর/২০১৬ মাসে মাল্টিমিডিয়া ক্লাশের শতকরা হার = ৭৬.৯২%
নভেম্বর/২০১৬ মাসে মাল্টিমিডিয়া ক্লাশের শতকরা হার = ৮৪.৬২%
ডিসেম্বর/২০১৬ মাসে মাল্টিমিডিয়া ক্লাশের শতকরা হার = ৯২.৩১%
উপজেলা বই বিতরণের প্রতিবেদন
ক্রঃ নং স্তর ২০২০ সালের বইয়ের চাহিদা প্রাপ্ত বই বিতরণকৃত বই মন্তব্য
১ মাধ্যমিক স্তর ২,৯২,২০০ ২৮২০৫০ ২৮২০৫০
২ দাখিল স্তর ২০,৪০০ ১৭১০০ ১৭১০০
৩ এবতেদায়ী স্তর ১৭,২০০ ১১২০০ ১১২০০
৪ এসএসসি ভোকেশনাল ৬৫০০ ৬৪০০ ৬৪০০
সর্বমোট = ৩,১৬,৭৫০ ৩,১৬,৭৫০
উপবৃত্তি বিতরণ সংক্রান্ত
২০১৬-১৭ অর্থ বছরে মাধ্যমিক পর্যায়ে উপবৃত্তিধারী শিক্ষার্থীর সংখ্যা = ৫২৮৭ জন ( ০২ কিস্তিতে )।
বিতরণকৃত টাকার পরিমাণ =৪৬,৯৯,৮০০/- (ডাচ বাংলা ব্যাংক ) (উপবৃত্তি-৪১,৬৩,৪৬০/-.এবং
টিউশন ফি- ৫,৩৬,৩৪০/-) টাকা।
২০১৬-১৭ অর্থ বছরে উচ্চ মাধ্যমিক পর্যায়ে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা = ৩১২ জন, বিতরণকৃত উপবৃত্তির টাকার পরিমাণ = ৬,০৯,৮০০/- টাকা এবং টিউশন ফি = ১,৬৮,৬০০/- টাকা।
মোট উপবৃত্তি ও টিউশন ফি’র পরিমাণ =৭,৭৮,৪০০/- টাকা মাত্র।
২০১৬-১৭ অর্থ বছরে ¯œাতক (পাস) ও সমমান পর্যায়ে উপবৃত্তিধারী শিক্ষার্থীর সংখ্যা = ১৫৫ জন। টাকার পরিমাণ ( উপবৃত্তি + টিউশন ফি ) = ৯,৩৫,১৮০/-( বিতরণ প্রক্রিয়াধীন)।
শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ ও মেরামত খাতে উল্লেখযোগ্য গৃহীত উন্নয়ন কার্যক্রমের বিবরণ
খাত সমূহ অর্থ বছর বরাদ্দের উৎস্য ও দপ্তরের নাম বরাদ্দের পরিমাণ প্রতিষ্ঠানের সংখ্যা কাজের অগ্রগতি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ/মেরামত
২০১৫-২০১৬ এবং
২০১৬-২০১৭ মডেল বিদ্যালয় স্থাপন প্রকল্প,শিক্ষা প্রকৌশল অধিদপ্তর,জেলা পরিষদ,দুর্যোগ ব্যবস্থাপনা,ত্রাণ ও পুণর্বাসন অধিদপ্তর ৫,০৬,৯৫,৫১১/- ০৬ টি ১০০%
এছাড়াও সরকার শিক্ষাকে যুগোপযোগী করার লক্ষ্যে নিম্নোক্ত পদক্ষেপ গ্রহন করেছেন
১৬ টি শিক্ষা প্রতিষ্ঠানে ড্রামসেট বিতরণসমাপ্ত হয়েছে।
মাধ্যমিক পর্যায়ে ছাত্রীদের উদ্বুদ্ধ করণের জন্য স্যানিটারী ন্যাপকিন বিতরণ করা হয়েছে।
সৃজনশীর প্রশ্ন পদ্ধতিতে পরীক্ষা গ্রহন
স্কুল পর্যায়ে ছাত্র-ছাত্রীদের লিঙ্গ সমতা অর্জন।
নির্ধারিত সময়ের মধ্যে চঝঈ,ঔঝঈ,ঔউঈ,ঝঝঈ,
শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য রহিত করণে কার্যকর ব্যবস্থা গ্রহণ।
নিয়মিতভাবে প্রতি প্রতিষ্ঠানে মাদক,জঙ্গীবাদ ও বাল্য বিবাহ বিরোধী সমাবেশ,র্যালী ও সেমিনার কার্যক্রম চলমান আছে।
শীতকালীন ও গ্রীষ্মকালীন খেলাধুলার আয়োজন করা হয়েছে।
ইভটিজিং ও জঙ্গীবাদ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিকল্পে কার্যকর ব্যবস্থা গ্রহন।
শিক্ষাক্ষেত্রে তথ্য ও প্রযুক্তি ব্যবহার ও আধুনিকায়ন।
বিভিন্ন পরীক্ষার ফলাফল ওয়েব সাইটে প্রকাশ।
শ্রেষ্ঠ ছাত্র-ছাত্রী, শ্রেষ্ঠ শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচনের লক্ষ্যে শিক্ষা সপ্তাহ পালনের নির্দেশনা এবং প্রতি বছর প্রতি উপজেলায় ০৩ টি প্রতিষ্ঠানকে ভাল ফলাফলের ভিত্তিতে ১,০০০০০/- ( এক লক্ষ) টাকা করে উদ্দীপনা পুরষ্কার প্রদানের ব্যবস্থা গ্রহন।
ঙঘ খরহব এ রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের জনবল সংক্রান্ত তথ্যাদি :
ক্রমিক নং গ্রেড/শেণি পদের নাম জনবলের সংখ্যা কর্মরত/শূণ্য মন্তব্য
১ ১ম শ্রেণি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ০১ কর্মরত
২ ১ম শ্রেণি উপজেলা একাডেমিক সুপারভাইজার ০১ কর্মরত
৩ ২য় শ্রেণি সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ০১ শূণ্য
৪ ৩য় শ্রেণি হিসাব রক্ষন ০১ শূণ্য
৫ ৩য় শ্রেণি অফিস সহকারী/ডাটা এন্ট্রি অপারেটর ০১ কর্মরত
৬ ৪র্থ শ্রেণি অফিস সহায়ক ০১ কর্মরত
৭ ৪র্থ শ্রেণি নৈশ প্রহরী/গার্ড ০১ কর্মরত
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS